HSC EXAM 2019 Bangla 1st Paper All Board MCQ Question Solution. 100% right.
Today (1st April) started on HSC exam 2019. 1st exam has been Bangla 1st paper.
It was complete today. We hope every students 1st exam give as well & we blessed other exam very good.
Bangla 1st paper exam full marks 100. This exam Written part 70 marks and MCQ part 30 marks.
This exam distribute full time 3 hours. MCQ part completed 30 minutes and Written part 2 hours 30 minutes.This post was solutions Bangla 1st paper MCQ question, Provide all education board.
Higher Secondary Certificate (HSC) bangla 1st paper mcq answer for all education board (Dhaka, Rajshahi, Dinajpur, Sylhet, Chittagong, Comilla, Jessore).
Exam : HSC
Subject Name : Bangla 1st Paper
Full Marks : 100 (MCQ - 30, Written - 70)
Full Time : 3 Hours (MCQ - 30 Minutes, Written - 2 Hours 30 Minutes)
Education Board : All.
Exam Year : 2019
All Education Board HSC Bangla 1st Paper MCQ Solution :
Dhaka Board :
"ক" সেটঃ
০১| নেপোলিয়ন কোন দ্বীপে মৃত্যুবরণ করেন?
উত্তর–(ক) সেন্ট হেলেনা দীপে
০২| তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না….তিনি বলতে “অপরিচিতা” গল্পে কাকে বুঝানো হয়েছে?
উত্তর–(ক) মামাকে
০৩| এক সময় কারা অসভ্য বর্বর ছিল?
উত্তর–(খ) ভারতবাসী
০৪| আহব্বান গল্পের বর্ণনাকারীর জন্য বুড়ির চাটাই বোনার কারণ কী?
উত্তর–(গ) বর্ণনাকারীর প্রতি বুড়ির সন্তানস্নেহ
০৫| মাসি-পিসি গল্পে মাসি ও পিসি একদেহ একমন হয়ে যাওয়ার কারণ কী?
উত্তর–(ঘ)
I)দুজনেই বিধবা, ii)আহ্লাদিকে দেখা-শোনা,iii)নিজেদের বেঁচে থাকার সংগ্রাম।
০৬| গোপন ও নীরব সাধনা কার মধ্যে অভিব্যক্ত?
উত্তর–(ক) বৃক্ষের মধ্যেই
০৭| আমার পথ”প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদের কী করে তুলছে?
উত্তর–(খ) I) নিষ্কৃয় iii) দাস
০৮| বায়ান্নর দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তাঁর সহকর্মীদের খবর দিতে বললেন?
উত্তর–(ক) চায়ের দোকানের মালিককে।
সবাইকে খবর দিতে বললে হতো মহিউদ্দীন।
০৯| “ল্যুভ” জাদুঘরটি কোথায় অবস্থিত?
উত্তর–(ক) ফ্রান্সে
১০| রেইনকোর্ট গল্পে “রেইনকোর্ট”কিসের প্রতীক?
উত্তর–(গ) ii) দেশ প্রেমের, iii) মুক্তিযুদ্ধের
১১| গোয়ালার সুন্দরী কন্যা রাবেয়ার স্বামীর অস্বচ্ছলতার কারণে অত্যন্ত অন্তুষ্ট—উদ্দীপকে রাবেয়ার সাথে সাদৃশ্য কোন চরিত্রে?
উত্তর–(খ) মাদাম লোইসেল
১২| “মহাজাগতিক কিউরেটর” গল্পটিতে লেখক চেয়েছেন—
উত্তর–(ক) পরিবেশ ও পৃথিবী সম্পর্কে মানুষের সচেতনতা
১৩| হায় তাত! উচিত কি তব এ কাজ? মেঘনাদের এই উক্তিটির মধ্য দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি?
উত্তর–(ক) লক্ষ্মণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা।
১৪| ঐকতান কবিতার প্রথম চরণ কোনটি?
উত্তর–(ঘ) বিপুলা এ পৃথিবী কতটুকু জানি।
উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও—-
জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি
একই পৃথিবীর স্তনে লালিত
একই রবি-শশী মোদের সাথি।
১৫|উদ্দীপকের সাথে নিচের কোন চরণটির মিল আছে?
উত্তর–(খ) ii) মানুষের চেয়ে বড় কিছু নাই
নহে কিছু মহীয়ান।
–সমাধান রমজান স্যার।
১৬| উদ্দীপকে “সাম্যবাদী”কবিতায় কোন ভাবটি স্পষ্ট হয়ে উঠেছে?
উত্তর–(ক) মানুষে মানুষে সমতা
১৭| “এই পৃথিবীতে এক স্থান আছে” কবিতায় সন্ধ্যার বাতাসে কী উড়ে যায়?
উত্তর–(গ) সুদর্শন
১৮| হে কবি,নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়”এ চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বুঝায়?
উত্তর–(গ) কাব্য বা গান রচনায় সক্রিয় না হওয়া।
শুধু “নীরব” হলে ক হতো।
১৯| বাংলাদেশের মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ মানুষ শহিদ হয়েছেন এবং সম্ভ্রম হারিয়েছেন অসংখ্য মা-বোন।উদ্দীপকটির বক্তব্যে সাথে “সেই অস্ত্র” কবিতায় বর্ণিত কবিতায় কোনটি সাদৃশ্যপূর্ণ?
উত্তর–(ক) I)লক্ষ লক্ষ মানুষের পঙ্গু-বিকৃত হওয়া
২০| “আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকাশক্তি হয়ে দাঁড়াক।” এ প্রত্যাশার প্রতিফলন “আঠারো বছর বয়স” কবিতার কোন চরণটিতে ঘটেছে?
উত্তর–(ঘ) এ দেশের বুকে আঠারো আসুক নেমে।
২১| “ফেব্রুয়ারি ৬৯” কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়েছে?
উত্তর–(ঘ) শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ
২২| তাঁর পীঠে রক্তজবার মতো ক্ষতো ছিল” এ চরণটিতে কার পীঠের ক্ষতটিকে নির্দেশ করে?
উত্তর–(ক) কবির পূর্ব-পুরুষদের
২৩| নূরলদীনের কথা মনে পড়ে যায়” কবিতায় বর্ণনা করা হয়েছে
উত্তর–(ক) একজন সংগ্রামী মানুষের জীবন
২৪| “আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও” এখানে কবি কোন অস্ত্রের কথা বলেছেন?
উত্তর–(ক) ভালোবাসা
২৫| ইস্ট-ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির প্রধান কে?
উত্তর–(খ) উইলিয়াম ওয়াটসন
২৬| জামিল সাহেব “রায়হানকে” রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন-পালন করেন। নিজের সন্তানের মতোই ভালোবাসতেন।কিন্তু জামিল সাহেব মারা যাওয়ার পর কুড়িয়ে পাওয়া ছেলে রায়হান সম্পত্তির লোভে জামিল সাহেবের ছেলেকে হত্যা করে?
উত্তর–(ক) মোহাম্মদি বেগ
২৭| “আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে”সিরাজের এই উক্তির কারণ কী?
উত্তর–(গ) প্রজা সাধারণের নিরাপত্তার বিধান করতে না পারা।
২৮| মহব্বতনগরে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল?
উত্তর–(খ) গারো পাহাড়ে
মজিদের বাড়ি নোয়াখালীতে
২৯| ভেতরে ক্রোধের আগুন জ্বলছে বাইরে যত ঠাণ্ডা থাকুক না কেন?
উত্তর–(গ) মজিদের
৩০| “জনগণে যারা জোঁকসম শোষে, মহাজন তারে কয়”….উদ্দীপকে “লালসালু”উপন্যাসে মহাজনদের বৈশিষ্ট্য কী?
উত্তর–(ক) I) শোষক,ii)স্বার্থপর
১. ২৯ জুন
২. জনতা কে বিক্ষুব্ধ ও সাহসী করে তোলা
৩. রহিমা
৪. প্রতারণা, প্রভাব বিস্তার
৫. সহজ গতিময়তা
৬. সচ্ছলতা
৭. ঘটনার আকস্মিকতা
৮. সৃষ্টির অবশ্যম্ভাবী বিজয়
৯. সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম
১০. ১৮৬১
১১. মুর্শিদাবাদ
১২. দেশের জন্য সন্তানের মায়াত্যাগ
১৩. যে আছে মাটির কাছাকাছি
১৪. সর্বপ্রান্তস্পর্শী সমস্বর
১৫. মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফল নেতৃত্ব
১৬. মোহাম্মদী বেগ
১৭. কৃতঘ্ন, অর্থলোভী
১৮. কম্পাউন্ডারের
১৯. সুবিবেচক পিঁপড়া মানুষের মত স্বেচ্ছা ধ্বংসকারী নয়
২০. লক্ষ্মণ
২১. চাটাই
২২. উদ্দীপনা ও সাহসিকতার ভাব,চলার দুর্বার গতি
২৩. কমলাকান্ত
২৪. ক্ষুধিতের প্রতি সমবেদনা, অপরাধী কে সংশোধন এর চেষ্টা
২৫. মন্দির
২৬. শীতের
২৭. প্রিয়জন হারানোর বেদনা, ব্যক্তিজীবনের রিক্ততা
২৮. চট্টগ্রাম
২৯. আত্মিক
৩০. হলুদ
,
[বিদ্রঃ দুই - একটা ভুল থাকতে পারে]
Rajshahi Board:-
"খ" সেটঃ
Chittagong Board:-
"খ" সেটঃ১. ২৯ জুন
২. জনতা কে বিক্ষুব্ধ ও সাহসী করে তোলা
৩. রহিমা
৪. প্রতারণা, প্রভাব বিস্তার
৫. সহজ গতিময়তা
৬. সচ্ছলতা
৭. ঘটনার আকস্মিকতা
৮. সৃষ্টির অবশ্যম্ভাবী বিজয়
৯. সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম
১০. ১৮৬১
১১. মুর্শিদাবাদ
১২. দেশের জন্য সন্তানের মায়াত্যাগ
১৩. যে আছে মাটির কাছাকাছি
১৪. সর্বপ্রান্তস্পর্শী সমস্বর
১৫. মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফল নেতৃত্ব
১৬. মোহাম্মদী বেগ
১৭. কৃতঘ্ন, অর্থলোভী
১৮. কম্পাউন্ডারের
১৯. সুবিবেচক পিঁপড়া মানুষের মত স্বেচ্ছা ধ্বংসকারী নয়
২০. লক্ষ্মণ
২১. চাটাই
২২. উদ্দীপনা ও সাহসিকতার ভাব,চলার দুর্বার গতি
২৩. কমলাকান্ত
২৪. ক্ষুধিতের প্রতি সমবেদনা, অপরাধী কে সংশোধন এর চেষ্টা
২৫. মন্দির
২৬. শীতের
২৭. প্রিয়জন হারানোর বেদনা, ব্যক্তিজীবনের রিক্ততা
২৮. চট্টগ্রাম
২৯. আত্মিক
৩০. হলুদ
Jessore Board :-
"ঘ" সেটঃ,
[বিদ্রঃ দুই - একটা ভুল থাকতে পারে]
আপনারা অপেক্ষা করুন আমরা অন্যান্য বোর্ডেরগুলোও দেওয়ার চেষ্টা করছি।
We trying to all subject HSC exam mcq question solution. so, you are support our website.
we provide education, jobs circular & exam preparations post,
so our website was very important for any students.
Thanks for visiting our post.
No comments